– সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রবিবার (১ ডিসেম্বর ২০২৪) বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা অনুষদ গ্যালারীতে চবিয়ান দ্বীনি পরিবারের আয়োজনে সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সিরাত পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীগোষ্ঠী আজাদী মঞ্চ নাতে রসুল পরিবেশন করেন।
চবিয়ান দ্বীনি পরিবারের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার অন্যতম উপকরণ হচ্ছে কুরআন। আমরা যদি কুরআনকে জানতে পারি, তাহলে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে জানতে পারবো।
আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের বলেন, যৌবনকাল হচ্ছে আমানত। এটা দ্বীনের জন্য আমানত, নিজের জন্য আমানত, রাষ্ট্রের জন্যে আমানত। দ্বীনকে সংরক্ষণ করার জন্য, সুসংগঠিত করার জন্য এবং নিজেকে পরকালের গড়তে হলে এই যৌবন কালকে কাজে লাগাতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগী প্রধান ড. মোঃ শহীদুল হক বলেন, চবিয়ান দ্বীনি পরিবারকে এজন্য ধন্যবাদ জানাই যে, যারা সকল ইসলামীপন্থাকে একসাথে নিয়ে কাজ করছে। দ্বীনকে বিজয়ী করতে সকলে একসাথে কাজ করা জরুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চবির সমন্বয়ক মোহাম্মদ আলী ওবাইদুল্লাহ ও আব্দুর রহমান।
Leave a Reply