মো: শাহীন আলম,স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৯ নভেম্বর) জুমুআ নামাজের পর বেলা ২ ঘটিকায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম: সাইদুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত হাসিব উদ্দীনের ছেলে।আহতরা হলো-মতিন, শাহিন, আনিছুর ও মহব্বত আলী । ইতো মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো- মালাধর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের ছেলে শাকিল আহমেদ (২৭), সোহরাব খন্দকারের ছেলেকে সফিউল ইসলাম আহাদ।
স্থানীয়রা জানায়- নামাজের পর বেলা ২ ঘটিকার দিকে মসজিদ কমিটি নিয়ে আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন সময়ে মালাধর উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মুসল্লিদের মধ্যে মসজিদের ভিতরে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এ খবর পেয়ে উভয় এলাকার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।এবং পরে দায়িত্বরত চিকিৎসক সাইদুলকে মৃত- বলে ঘোষণা করেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন – ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply