–সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এই প্রথম গনতান্ত্রিক পদ্ধতিতে নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী আবু হায়দার সীমান্ত ।
সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গনে বিকাল ৪ থেকে ৬ টা পযন্ত ভোট কাস্টিং হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবির দর্শন বিভাগের শিক্ষার্থী জাহিদ তালুকদার এছাড়া সহকারী কমিশনার ছিলেন, সোহাগ মিয়া, শিহাব, সোহান, সাখাওয়াত চাঁদ এবং ম্যাজিস্টেসি দায়িত্বে ছিলেন, মো:সোফায়েল ইসলাম। শিক্ষার্থীরা এই গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরমান চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে এসোসিয়েশন বিভক্ত ছিল। সবাইকে এক সাথে নিয়ে সংগঠনটি সুসংগঠিত করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য সবার নিকট আমি দোয়া প্রার্থী। কথা দিচ্ছি আমরা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যদের পাশে থাকব। সবাই যাতে এসোসিয়েশন আসতে আগ্রহ প্রকাশ করে সে অনুযায়ী কাজ করবো।
Leave a Reply