আশরাফুল ইসলাম,আত্রাই প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার আঘাতে নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে জামায়াতের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আত্রাইয়েও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৮/১০/২৪ ইং রোজ সোমবার বিকেল ৪ ঘটিকায় আত্রাই উপজেলা জামায়েতের আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব খবিরুল ইসলামের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিস মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আত্রাই নতুন ব্রীজ, বিহারীপুর বাইপাস হয়ে আত্রাই উপজেলা পরিষদ গেটে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা জামায়েতের আমির , শ্রমিক কল্যান ফেডারেশন আত্রাই উপজেলা শাখার সভাপতি সহ বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিগন বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বক্তারা বিএনপি জামায়াত জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন রাজধানীতে প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের লগি বৈঠার আঘাতে বিএনপি -জামায়াতের ৫৬ নেতা কর্মীকে নির্মম ভাবে হত্যা করায় হুকুম দাতা হিসেবে হাসিনা সহ সকল আসামিদের ফাঁসি দাবী করেন। এছাড়াও বক্তারা দূর্নীতি ও সন্ত্রাস মূক্ত বাংলাদেশ বিনির্মানে ইসলামি শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় দলমত নির্বেশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
Leave a Reply