মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ব্রিকফিল্ডে অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন। ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা এবং তিন পিকআপ মালিক’কে ৬০ হাজার জরিমানা করেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় আইন অমান্য করে ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সেভেন বিএমের মালিক মো. কবির আহমেদ’কে ১ লাখ টাকা এবং কাগজপত্র-বিহীন পিকআপ (ডেম্পার) চালানোর দায়ে তিন পিকআপ মালিক’কে ৬০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা এবং কাগজপত্র-বিহীন তিন ডেম্পার গাড়িকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়াও অবৈধভাবে ব্রিকফিল্ড আর পরিচালনা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহিত থাকবে।
Leave a Reply