সাহিদ হাসান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মোছা সুমাইয়া আক্তার (১৬) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিজার রহমান।
পরিবারের বরাত দিয়ে আজিজার রহমান বলেন, শনিবার (১২ অক্টোবর) রাত ৯ টায় তার বাবার বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।মৃত সুমাইয়া আক্তার উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁতে পাঠানো হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
Leave a Reply