স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদ্য অপসারণকৃত স্বতন্ত্র প্রার্থীদের পদ ফিরে পেতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলা পরিষদের অপসারণকৃ মহিলা ভাইস চেয়ারম্যান সেন্টু লাকির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা সরকারের প্রতি দাবী জানান- আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত।জনগণের নাগরিক সুবিধা ঘরে ঘরে পৌছে দিতে আমরা বদ্ধ পরিকর। অনতিবিলম্বে জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার এর বিগত ১৯/০৮/২০২৪ইং তারিখে সিদ্ধান্ত প্রত্যাহার পূর্বক ভাইস চেয়ারম্যানগণকে স্বপদে বহাল রাখার দাবী জানানো হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সমন্বয়ক মোছা. লায়লা বানু (দিনাজপুর চিনিরবন্দর)।
আরো বক্তব্য রাখেন-সদ্য অপসারণকৃত সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- শ্রী জয়ন্ত কুমার দাস, পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- মো. ফরহাদ হোসেন, সাঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- মো. রুস্তম আলী, ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- মো. ফিরোজ মিয়া, সাদুল্লাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- সেন্টু লাকী সহ সকল উপজেলা পরিষদের মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
Leave a Reply