মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগন মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষকগন এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তারা বলেন – সকল প্রকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা সমূহ জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রসাশনের বিভিন্ন পদে সরকারি স্কুল সমূহের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার করতে হবে ।
বক্তা আরও বলেন, একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের অধীনে পরীক্ষা অথচ সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করা হয়েছে। যা শিক্ষার গুণগতমান উন্নয়নে প্রধান অন্তরায়। দেশের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সকল শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি বলে উল্লেখ করেন ।
এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারি স্কুল, ও মাদ্রাসার প্রায় ৩ শতাধিক শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন- মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক – সভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা।
মাওলানা মো. ইদ্রিস আলী (সুপার) মাওলানা মো. রফিকুল ইসলাম।মো. আব্দুল মান্নান আকন্দ , প্রধান শিক্ষক সহ আরও অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply