1. admin@voiceofnaogaon.com : admin :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
প্রধান খবর
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ স্কুলের জমি দাবি করে স্থাপনা নির্মাণে বাধা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষক-শিক্ষিকা রাজপথে থানায় অভিযোগেও মেলেনি প্রতিকার নওগাঁয় একমাস যাবত ৫টি পরিবার অবরুদ্ধ কালাম গ্রেপ্তারের খবরে তাহেরপুর পৌর বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ‘রূপসী নওগাঁর’ উদ্যোগে পথশিশু দিবস পালন  বাগমারায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আদমদীঘির সান্তাহারে যুবদল অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ সামিউল আলম সায়মন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগের অনিয়মের অভিযোগ উঠেছে।

অধ্যক্ষ, গভর্নিং বডি, অফিস- সহকারী ও কর্মচারীদের যোগসাজসে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ না করে আওয়ামী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে টাকা আত্বসাৎ করেন। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে টিউশন ফির অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য ও স্বাক্ষর জাল করে সনদ প্রদান করে চাকরি প্রদানের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শাহীন আলম বলেন,‘কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরকার কর্তৃক টিউশন ফির এক লক্ষ আটান্ন হাজার টাকা সকল শিক্ষকের মাঝে আলোচনা সাপেক্ষে বিতরণ করার কথা থাকলেও তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে পঞ্চান্ন হাজার টাকা নাম মাত্র বিতরণ করে বাকি টাকা আত্নসাৎ করেন।’

প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী বাবু ইসলাম বলেন,‘অধ্যক্ষ রেদওয়ানুর রহমান অফিস সহকারী মো: মজিদুল হককে গত ২০০৭ সালের ২ মার্চ হাতের লেখা ৮ম শ্রেনী পাশ সনদ কিছু অর্থের বিনিময়ে কালিকাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে সনদ প্রদান করে। কিন্তু মো: আব্দুল মালেক, পিতা: মো: আলিমমুদ্দীন নামে কোন ছাত্র কালিকাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছিল না।

নিয়োগকৃত নৈশ্য প্রহরী মো: রাকিবুল ইসলামের জেএসসির রেজিস্ট্রেশনে জন্ম তারিখ ২০০৭ সালের ২১ আগষ্ট থাকলেও ভোটার আইডি কার্ডে তার জন্ম তারিখ ২০০৪ সালের ৩ মে। যেখানে বয়সের বয়সে গড়মিল থাকা সত্তেও তাকে নিয়োগ প্রদান করেন। এমনকি অফিস সহায়ক মনিরুজ্জামান মাসুম কে অন্য আব্দুল মালেন নামে এক ব্যক্তির সার্টিফিকেট ও এনআইডি দিয়ে চাকরি প্রদান করেন।’

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন,‘ অধ্যক্ষ রেদওয়ানুর রহমান আওয়ামী সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে সহকারী প্রধান শিক্ষক সহ নয় জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেন এবং গর্ভনিং বডি গঠনের লক্ষ্যে আজীবন দাতা সদস্যের কাছ থেকে দুই লক্ষ টাকা এবং এককালীন দাতা সদস্যের কাছ থেকে বিশ হাজার টাকা ব্যাংক মাধ্যমে গ্রহন করে।

তা দিয়ে তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।’অভিযোগের বিষয়ে কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমানের সাথে কথা বলতে,একধিকবার ফোন দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও কোন সারা পাওয়া যায় নাই। উপজেলা নির্বাহী অফিসার ও কালিকাপুর স্কুল এন্ড কলেজের সভাপতি মৌসুমি হক বলেন,কোন ছুটি নেই নাই, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধনের প্রক্রিয়াধীন।
Powered by: Nfly IT