1. admin@voiceofnaogaon.com : admin :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
প্রধান খবর
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ স্কুলের জমি দাবি করে স্থাপনা নির্মাণে বাধা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষক-শিক্ষিকা রাজপথে থানায় অভিযোগেও মেলেনি প্রতিকার নওগাঁয় একমাস যাবত ৫টি পরিবার অবরুদ্ধ কালাম গ্রেপ্তারের খবরে তাহেরপুর পৌর বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ‘রূপসী নওগাঁর’ উদ্যোগে পথশিশু দিবস পালন  বাগমারায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আদমদীঘির সান্তাহারে যুবদল অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

আঁধার কেটে যাবে শিগগিরই, হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে নানকের পক্ষে বার্তা

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজনীতি ডেস্ক 

শেখ হাসিনা পাহাড়সম কষ্ট নিয়ে ও হিমালয়সম মনোবলে অটুট আছেন বলে দাবি করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। একই সঙ্গে নেতা-কর্মীদের দলীয় সভাপতির হাতকে শক্তিশালী করতে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, এ আঁধার কেটে যাবে শিগগিরই।

আজ শনিবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাঠানো এক চিঠিতে এসব কথা বলেন তিনি। চিঠিটি আওয়ামী লীগের অফিশিয়াল প্যাডে তাঁর নামে পাঠানো হলেও সেখানে তাঁর স্বাক্ষর ছিল না। জাহাঙ্গীর কবির নানকের একজন অনুসারী গণমাধ্যম কর্মীদের চিঠিটি হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে পাঠান। চিঠির সত্যতা জানতে নানকের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপ নম্বরেও তাঁকে পাওয়া যায়নি।

আওয়ামী লীগের একজন সম্পাদকমণ্ডলীর সদস্য হোয়াটসঅ্যাপ বার্তায় আজকের পত্রিকাকে জানান, চিঠিটি ঠিক আছে। তবে এক সাংগঠনিক সম্পাদক জানান, তিনি এখনো চিঠিটি দেখেননি তাই কিছু বলতে পারবেন না। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দুই নেতা জানান, তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি দেখেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি। তাঁর দেশ ছাড়ার সংবাদ প্রকাশ্য আসার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং আগুন দেওয়া হয়। প্রাণে বাঁচতে দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পূর্ব প্রস্তুতি না থাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আর্থিক সংকটে পড়েছেন। দলটির অফিশিয়াল ফেসবুকে এক পোস্টে দাবি করা ৫০ হাজার নেতা-কর্মীর পরিবার বর্তমানে নিঃস্ব অবস্থায় আছেন। তাঁদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের লেখা এ চিঠিতে বলা হয়, ‘মনোবল হারাবেন না, যে যেখানে আছেন সেখান থেকেই নেতা-কর্মীদের খোঁজ খবর রাখবেন। সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়সম কষ্ট নিয়ে ও হিমালয়সম মনোবলে অটুট আছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আঁধার কেটে যাবে খুব শিগগিরই ইনশা আল্লাহ। সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য।’

তিনি বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম, পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতা-কর্মী, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ সারা বাংলার স্বাধীনতার স্বপক্ষের আপামর দেশবাসীর ওপর। দলীয় নেতা-কর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সকলের বাড়ি-ঘর, শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, খেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মীদের বাড়ি-ঘর লুটপাট করা হয়েছে দাবি করে নানক চিঠিতে আরও লেখেন, ‘আমাদের কোটি কোটি নেতা-কর্মী ঘর ছাড়া, অর্ধাহারে-অনাহারে দিন অতিবাহিত করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে চরম অপমানিত করেছে, এ যেন একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা।’

চিঠিতে আরও বলা হয়, ‘পয়লা জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যেসব নেতা-কর্মী, শুভানুধ্যায়ী সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকাসহ গ্রেপ্তারকৃতদের তালিকা দ্রুত অতি সত্তর তৈরি করে নিজের কাছে রাখুন এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জনমত সৃষ্টির জন্য কাজ করুন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধনের প্রক্রিয়াধীন।
Powered by: Nfly IT