– সৈয়ব আহমেদ সিয়াম
অসুস্থদের সেবা করা জরুরী। সেই সাথে জরুরী এটা নিশ্চিত করা যে, আমাদের অসচেতনতায় কেউ যেন আক্রান্ত না হয়ে পড়ে। থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং আক্রান্তদের সেবায় কাজ করছে বিআরএফ ইয়ুথ ক্লাব।
সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা ৭ টায় জামালপুর কলেজ রোড সংলগ্ন বিআরএফ মিলনায়তনে সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় বিআরএফ ইয়ুথ ক্লাব জামালপুর ইউনিট।
জামালপুরের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লাড ব্যাংকের পরিচালক ডাক্তার তারিক মেহের রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক শাহাদত হোসেন, বেলাল হোসেন, এহসানুল ইসলাম ও সাইদ আহমদ। এছাড়াও স্থানীয় বিশিষ্ট আলেমগণের মধ্যে ছিলেন মুফতি শরিফু্ল ইসলাম জামালি, মুফতি শাফকত আরেফিন ও মুফতি হাফিজ ফুয়াদ।
বিআরএফ ইয়ুথ ক্লাব জামালপুরের আহবায়ক আবু জোবায়ের বলেন, “বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (সংক্ষেপে বিআরএফ) একটি গবেষণা প্রতিষ্ঠান। কাজ করে আসছে ২০১৭ সাল থেকে। নতুন বাংলাদেশে নতুন স্বপ্নের অফিশিয়াল যাত্রা হিসেবে বিআরএফ ইয়ুথ ক্লাব শুরু হলো। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা পূরণ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বিআরএফ। কমিউনিটি এনগেইজমেন্ট যেমন: বুক ক্লাব, বয়স্ক মানুষদের সেবা, তাল গাছ লাগানো, স্কুল হেলথ সচেতনতা ইত্যাদির মাধ্যমে জনস্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশ নিয়ে গবেষণার কাজ হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি মুফতি শরিফু্ল ইসলাম জামালি বলেন, “রসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম সেবামূলক কাজের কারণে নবুয়তের পূর্বেই মক্কাবাসীর মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। আশা রাখি বিআরএফের তরুণরা সেই ধারাকে সমুন্নত করবে। থ্যালাসেমিয়া আক্রান্তদের সেবা প্রশংসনীয় উদ্যোগ।”
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর ব্লাড ব্যাংকের পরিচালক ডাক্তার তারিক মেহের রনি বলেন, “বিআরএফ ২০১৭ সাল থেকে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে কাজ করে আসছে। বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে থ্যালাসেমিয়া নিয়ে বিআরএফের সক্রিয় উদ্যোগ রয়েছে। নতুন করে বিআরএফ ইয়ুথ ক্লাব যুক্ত হওয়ায় তরুণরা সেবা ও গবেষণামুখী কাজের সুযোগ পাবে।”
Leave a Reply