নাহিদ হাসান,নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বাদ মালাহার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় অনুকূল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুমন। সভা-পতিত্বের দায়িত্বে ছিলেন বাবুল আক্তার।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি আব্দুর সাত্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুমন সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং উক্ত ওয়ার্ডের বিএনপি সমর্থিত ব্যক্তিবর্গরা।
এ সময় বক্তব্যে বক্তারা বিগত ১৭ বছরে দুর্দিনে বিভিন্ন নির্যাতনের ভয়াবহ স্মৃতি চারণ করে নিহত ছাত্র ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করেন। আগামীতে বিএনপির পাশে থেকে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান দিকনির্দেশনা মূলক বক্তব্যও দেন এই সময় বক্তারা। পরিশেষে ছাত্র জনতা সহ বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উক্ত সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply