মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি
যখন মানবতা বিপর্যস্ত হয়, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন যাত্রায় বিঘ্ন ঘটায়, ঠিক সেই সময় বিশিষ্ট সংগীত শিল্পী ভূপেন হাজারিকার বিখ্যাত গান “মানুষ মানুষের জন্য- একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না?” মানুষের বিবেক কে জাগ্রত করে এবং অসহায়দের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের ভয়াবহ বন্যা কবলিত এলাকায় মানুষ না খেয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যুর তালিকা প্রতিনিয়ত দীর্ঘতর হচ্ছে। ঠিক সেই সময় দেশের অন্যান্য সংগঠনের মতো দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা তাদের নিজ উদ্যোগে সাধারণ জনগণের সহায়তা নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তারই ফলশ্রুতিতে তারা দলগত ভাবে অর্থ সংগ্রহ করে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই সকল অর্থ কেন্দ্রীয় শিশু ও যুবদের সমন্বয়ের ভিত্তিতে বন্যা কবলিত মানুষের কাছে পাঠানো হলো।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ জানান, শিশু ও যুব ফোরামের সদস্যরা সর্বমোট ২৬ হাজার ৭ শত ২৭ টাকা সংগ্রহ করে বন্যা কবলিত অসহায় মানুষের সহযোগিতায় নগদ অর্থ পাঠিয়েছে। আমি দিনাজপুরের সকল শিশু ও যুব ফোরামের সদস্যদের ধন্যবাদ জানাই।
আমরা বিশ্বাস করি মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর যে, আনন্দ রয়েছে তা অন্য কোনো কিছুর মধ্যে সেই আনন্দ নেই। দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এরিয়া অফিসকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শিশু ও যুব ফোরামের সদস্যদের। যারা সমাজ পরিবর্তনের ব্রত কাজ করে যাচ্ছে তারাই আজ বন্যার্তদের পাশে দাড়িয়ে নতুন উদাহরণ সৃষ্টি করল। তাদের এই সুন্দর ও মানবিক প্রচেষ্টা অন্যান্য শিশুদের হৃদয় মমত্ববোধ এবং মানবতাবোধ জাগ্রত হবে।
Leave a Reply