জাতীয় ডেস্ক
বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উপসাগরীয় দেশটির বাংলাদেশে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তাঁর দেশ এখান থেকে আরও কর্মী নেবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলআদওয়ানি।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশে এই রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ফয়সাল বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন। ড. ইউনূস আশা করেন, আগামীতেও তিনি বাংলাদেশের ব্যাপারে তাঁর এখতিয়ারের মধ্যে ভূমিকা রাখবেন।
কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।
বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে বর্তমানে ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। তাঁর দেশ বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আরও বেশি চিকিৎসক, নার্স এবং প্রকৌশলী নিতে চাই। ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা কুয়েতে সেবা দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ফয়সাল।
অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি বিষয়ে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুয়েতি রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতায় এগিয়ে আসায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে আরও বেশি অংশীদারত্বের সুযোগ খোঁজার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। ১৯৯১ সাল থেকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের আক্রমণের পর থেকে কুয়েত রক্ষায় দেশটিতে এখনো কাজ করছেন ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা। দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাকবেষ্টিত মরুভূমির ১৮ হাজার ৭৮২ বর্গকিলোমিটার আয়তনের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত।
Leave a Reply