1. admin@voiceofnaogaon.com : admin :
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
প্রধান খবর
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে অনিয়মের অভিযোগ রাজনৈতিক দলের সাথে মামলায় জড়িয়ে পেশাদার সাংবাদিকদের হয়রানি না করার আহবান রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ৫ দিনের রিমান্ডে ইউনিয়ন বিএনপির সভাপতি কর্তৃক হামলার শিকার হয়ে আতঙ্কে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু আওয়ামী লীগকে নিজের ভুল বুঝে অন্তর থেকে শুদ্ধ হয়ে আসতে হবে: মঈন খান আঁধার কেটে যাবে শিগগিরই, হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে নানকের পক্ষে বার্তা বেড়ীতলা একাডেমী হাই স্কুল এর অর্থ লোপাটকারী ও স্বেচ্ছাচারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু বৌভাতের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নতুন বর, বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম পটুয়াখালী’তে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংবাদিকের বিরুদ্ধে, কাল্পনিক মামলা দায়ের করেন যুবলীগ নেতা

বাংলাদেশ থেকে আরও ডাক্তার-নার্স-প্রকৌশলী নেবে কুয়েত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় ডেস্ক 

বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উপসাগরীয় দেশটির বাংলাদেশে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তাঁর দেশ এখান থেকে আরও কর্মী নেবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলআদওয়ানি।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশে এই রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ফয়সাল বাংলাদেশের একজন চমৎকার বন্ধু ছিলেন। ড. ইউনূস আশা করেন, আগামীতেও তিনি বাংলাদেশের ব্যাপারে তাঁর এখতিয়ারের মধ্যে ভূমিকা রাখবেন।

কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, কুয়েতে বর্তমানে ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। তাঁর দেশ বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আরও বেশি চিকিৎসক, নার্স এবং প্রকৌশলী নিতে চাই। ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা কুয়েতে সেবা দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ফয়সাল।

অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি বিষয়ে দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কুয়েতি রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহযোগিতায় এগিয়ে আসায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে আরও বেশি অংশীদারত্বের সুযোগ খোঁজার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে। ১৯৯১ সাল থেকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের আক্রমণের পর থেকে কুয়েত রক্ষায় দেশটিতে এখনো কাজ করছেন ৫ হাজারের বেশি বাংলাদেশি সেনা। দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাকবেষ্টিত মরুভূমির ১৮ হাজার ৭৮২ বর্গকিলোমিটার আয়তনের তেলসমৃদ্ধ ধনী দেশ কুয়েত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধনের প্রক্রিয়াধীন।
Powered by: Nfly IT