মোঃ জাহিদ হাসান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলাধীন ১নং লাউকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ দায়ের করে আনাস্থা দিয়েছেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
১৮ই জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত আরা জামান উর্মি বরাবর অভিযোগ ও আনাস্থা প্রকাশ করেন সদস্যবৃন্দ। এ সময় ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ নাসির উদ্দিন আকন , ২নং ওয়ার্ড ইউ পি সদস্য গাজী হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য সিদ্দিকুর রহমান, ৪ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মিজানুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মজিবুর রহমান, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা ইউ পি সদস্য শাহানাজ পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা ইউ পি সদস্য মোসাঃ আকলিমা, ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা ইউ পি সদস্য সোনালী রানি দাস সহ সকলে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চেয়ারম্যান এর বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ সময় তারা চেয়ারম্যান এর নানা অনিয়মের মধ্যে জন্মসনদ প্রদানে, সরকারের নির্ধারিত ফি থেকে অতিরিক্ত ফি আদায়করা, অত্র ইউনিয়নে অবস্থিত ইট ভাটা থেকে আদায়কৃত ট্যাক্র আত্মসাৎ, টিউবওয়েল স্থাপনার কথা বলে ইউ পি সদস্যর কাছ থেকে টাকা আত্মসাৎ, এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ সহ একাধিক অনিয়মের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ করেন এবং তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় নেয়ার জোর দাবি জানান।
এতে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত আরা জামান উর্মি অভিযোগ গ্রহণের করেন এবং তদন্তের মাধ্যম সঠিক বিচারের আওতায় নেয়া হবে বলে জানিয়েছেন।
Leave a Reply