মোঃ জাহিদ হাসান
বরগুনা, বেতাগী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ০১ দিন ব্যাপি কৃষক-কৃষাণী /উদ্যোক্তা প্রশিক্ষণ দেয়া হয়।এটি প্রগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড বাংলাদেশ ( পার্টনার ) প্রকল্পের আওতায় ০১ (এক ) দিনব্যাপী “উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ প্রধান করা হয়।
এসময় প্রশিক্ষণ শেষে বেতাগী উপজেলা কৃষি অফিসার তানজিলা আহম্মেদ সকল কৃষক – কৃষনী কে কলম, পেড,প্রশিক্ষণ বই, ফাইল সহ সার্টিফিকেট প্রধান করেন।সাংবাদ কর্মিদের প্রশ্নের জবাবে তিনি বলেন পিছিয়ে পড়া কৃষকদেরকে সঠিক প্রশিক্ষণ এর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গরে তোলা হয়েছে।
এতে একাধিক কৃষক – কৃষনী সাবলম্বী হয়ে উঠেছে। এছাড়াও তানজিলা আহম্মেদ আরো বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতীর কল্যানে অগ্রনি ভূমিকা পালন করেন। তিনি দেশের কৃষি খাদের অমূল পরিবর্তন ঘটিয়েছন, বিনামূল্যে সার ও কিটনাশক প্রেরণ সহ সঠিক প্রশিক্ষণ এর মাধ্যমে দেশের উৎপাদন বাড়িয়েছেন।
Leave a Reply