মুহম্মদ রাসেল হাসান, স্টাফ রিপোর্টার
আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে হাসান মাহাদী’র একক আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা। আগামী ২৯মার্চ (শুক্রবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের মূল হলে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
“কবিতায় অবগাহন” শীর্ষক আবৃত্তি অপরাহ্নের পর্বটি বিকেল ৩টা ৩০ থেকে আরম্ভ হবে। এতে তিনি রবীন্দ্র নজরুল থেকে শুরু করে এই সময়ের কবিদের প্রেম, দ্রোহ, ভাষা আন্দোলন, প্রকৃতি, রম্যসহ বিবিধ বিষয়ের কবিতা আবৃত্তি করবেন। অন্যদিকে “ব্যথা ভরা বাসনা” শিরোনামের সঙ্গীত সন্ধ্যাটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। হাসান মাহাদীর কাছ থেকে জানা যায়, এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো- গান কবিতার ফিউশন। এতে তিনি লালন সাঁইজি, হাসন রাজা, শাহ আব্দুল ও অন্যান্যদের লোকগানসহ মৌলিক গান পরিবেশন করবেন।
এর আগেও বিভিন্ন সময় তাঁর একক আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, হাসান মাহাদী নানামুখী পরীক্ষামূলক গান ও আবৃত্তি নিয়ে ব্যস্ত থাকেন। তিনি একাধারে আবৃত্তিকার, অনুষ্ঠান উপস্থাপক ও কণ্ঠ অভিনেতা। এছাড়া বাংলাদেশ বেতারে অনুষ্ঠান উপস্থাপনা এবং অভিনয়ের সঙ্গেও তিনি যুক্ত আছেন। তিনি ”বৈঠক” নামক বাচিকশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুখ্য প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন।
Leave a Reply